Nojoto: Largest Storytelling Platform

জানান না দিয়েই হটাৎ বৃষ্টি নামলো_ আকাশের রঙ করেনি

জানান না দিয়েই হটাৎ বৃষ্টি নামলো_
আকাশের রঙ করেনি কালো_
কোন এক পরিযায়ী মেঘ বুঝি পথ ভুলে_
আকাশে ভেসে এলো_

এভাবেই কিছু বন্ধুত্ব, আচমকা জীবনে আসে_
ভুলেও তারে করোনা বন্ধু, জানবে মিথ্যে গল্প ফাঁদে_
বন্ধুত্বের নামের মুখোশ ধারী, কদর্য রূপ নিয়ে_
আজানাই সেজে রঙ বদলায়, বন্ধুত্বের আড়ালে_
ক্ষণে ক্ষণে তারা বন্ধু খোঁজে, চেনা গল্পের ছকে_
আঁতকে উঠবে যদি খোঁজ নাও, রাত্রির প্রহরী হয়ে_
তার চেয়ে জেনে রেখো একাকিত্ব, অনেক বেশি ভালো_
বন্ধু বিহনেও বাঁচা যায়, যদি আপনারে ভালোবাসো...।

                                  __Piyali Kushari / #message
জানান না দিয়েই হটাৎ বৃষ্টি নামলো_
আকাশের রঙ করেনি কালো_
কোন এক পরিযায়ী মেঘ বুঝি পথ ভুলে_
আকাশে ভেসে এলো_

এভাবেই কিছু বন্ধুত্ব, আচমকা জীবনে আসে_
ভুলেও তারে করোনা বন্ধু, জানবে মিথ্যে গল্প ফাঁদে_
বন্ধুত্বের নামের মুখোশ ধারী, কদর্য রূপ নিয়ে_
আজানাই সেজে রঙ বদলায়, বন্ধুত্বের আড়ালে_
ক্ষণে ক্ষণে তারা বন্ধু খোঁজে, চেনা গল্পের ছকে_
আঁতকে উঠবে যদি খোঁজ নাও, রাত্রির প্রহরী হয়ে_
তার চেয়ে জেনে রেখো একাকিত্ব, অনেক বেশি ভালো_
বন্ধু বিহনেও বাঁচা যায়, যদি আপনারে ভালোবাসো...।

                                  __Piyali Kushari / #message