【The Dead Sea】 পার্থিব সুখ দিলে পাবে, আজন্ম খেয়ালি-হাত শান্তির জঠরে সমর্পণ কাঠবেড়ালি বাস অপমানের থেকেও রঙিন মাটি হলে কৃতঘ্ন কবিতার বীজে বিশ্রামহীন গুচ্ছের মলমাস ভুলেও আশা করো না সঞ্জীবনী তিতাস দেওয়ার মতন যা কিছু থাকে তাদের অস্তিত্ব আমার কাছে বৈকল্যে ছাতা খুঁজছি না। জলে নামা বলো কাকে? যে সংসার চাইছে না কেউ- আকাশবাড়ি, রাত্রিসজ্জা, শাদা মেঘে ধূসর উলের এ'ফোড় ও'ফোড় ডাবল নিটিং কষ্ট - তিনভাগ জলে সাজিয়ে দিতে পারি (তৃষ্ণার কাছে ক্ষমাপ্রার্থী) ভেসে থাকা যাবে। বলো, সম্পর্কের এত কড়া নুন তোমরা কেউ রাখবে? আমাদের মধ্যেকার salinity Reference: The Dead Sea #একটা_বাজে_লেখা #একটা_কিরকম_লেখা_রে_বাবা #কৃষিতা #piu_sangita