Nojoto: Largest Storytelling Platform

ইরাকে মেয়েদের বিয়ের বয়স ১৫ থেকে কমে হতে পারে ৯, আই

ইরাকে মেয়েদের বিয়ের বয়স ১৫ থেকে কমে হতে পারে ৯, আইন সংশোধনের প্রস্তাব সংসদে

ইরাকে ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর আইন সংশোধনের দাবি উঠেছে। এই আইন পাশ করিয়েছিল আবদুল-করিম কাশিমের সরকার।

ইরাকে ব্যক্তিগত আইন সংশোধনের জন্য চাপ দিচ্ছে সে দেশে শিয়া সমর্থিত দলগুলি। সেই দাবি মেনে সংশোধন হলে ইরাকে ন’বছরেই মেয়েদের বিয়ে দেওয়া যাবে। রবিবার প্রথম বার এই সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছে সংসদে। তার পরেই সরব সে দেশের মহিলা এবং শিশু অধিকার সংগঠনগুলি।

©BANGLE TIMES
  #Iraq