Nojoto: Largest Storytelling Platform

রুশ হামলার মোকাবিলায় ইউক্রেন পাবে এফ-১৬ যুদ্ধবিমান

রুশ হামলার মোকাবিলায় ইউক্রেন পাবে এফ-১৬ যুদ্ধবিমান, বেলজিয়ামের সঙ্গে চুক্তি সই জ়েলেনস্কির

চুক্তি অনুযায়ী বেলজিয়াম ৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে ইউক্রেনকে। এর আগে গত বছর ইউরোপের অন্য দুই দেশ, নেদারল্যান্ডস ৪২টি এবং ডেনমার্ক ১৯টি এফ–১৬ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনকে।

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিল বেলজিয়াম। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজ়ন্ডার ডি ক্রো এই মর্মে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেন।

©BANGLE TIMES
  #Russia_Ukrain_War