Nojoto: Largest Storytelling Platform

তৃণমূলের সুখেন্দু-অস্বস্তি ফিরল! স্মরণ করালেন সেই

তৃণমূলের সুখেন্দু-অস্বস্তি ফিরল! স্মরণ করালেন সেই ফরাসি বিপ্লব আর জনতার হাতে বাস্তিল দুর্গের পতন

রবিবার কলকাতায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করছেন খ্যাতনামী-সহ বহু মানুষ। সেই মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সুখেন্দুশেখরের এই পোস্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

আরজি কর-কাণ্ড নিয়ে কয়েক দিনের বিরতির পর আবার তৃণমূলের ‘অস্বস্তি’ বৃদ্ধি করলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে স্মরণ করালেন বাস্তিল দুর্গের পতনের কথা। ওই পোস্টে লিখলেন, ১৭৮৯ সালের জুলাই মাসে বিভোক্ষকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। ঘটনাচক্রে, রবিবার কলকাতায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করছেন খ্যাতনামী-সহ বহু মানুষ। সেই মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সুখেন্দুশেখরের এই পোস্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, আরজি কর-কাণ্ডে আবার তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তিনি।

©BANGLE TIMES
  #TMC