মানুষও খুব ছোঁয়াচে; যত তাড়াতাড়ি বন্দি করে তত সহজেই পাঁজর ভাঙে। পুরোনো হয়ে যায়। উত্তেজনার রঙিন পাথর পাশে পড়ে থাকে। শুয়ে থাকে আমাদের ভিতর, আদিম অন্তরঙ্গতা; ডুবুরি দিন, ছেলেমানুষী অবগাহন। একঢাল রুক্ষ চুল এলিয়ে স্তিমিত দৃষ্টি আস্তে আস্তে ছুঁয়ে গেছে অনেক দূরের পথ, লাল মাটি- বাঁ পাশে, কাঁচা হাসির ট্রাইবরা স্বপ্ন বুনে জামা তৈরি করছে, (কোথাও তো কোনো দুরাশা নেই!) নৃত্যশিল্পীর তালে রোদ্দুর ভিজে কালো মেঘ ভারী হয়ে আসছে, ভারী হচ্ছে দেওয়া-নেওয়া, শেষ কথা, পদক্ষেপ- সে'সব স্বপ্নে সদ্যজাত মেয়েটি কেঁদে উঠলে ভালোথাকার খেলনাবাটি পেতে বসি আবার আমি ভীষণ রকম আনন্দে পুরোনো হয়ে যাবো। ●Fragile● #piu_sangita #কৃষিতা