Nojoto: Largest Storytelling Platform

দক্ষিণে চলবে দহনজ্বালা! পানাগড়কে টেক্কা দিল বাঁকু

দক্ষিণে চলবে দহনজ্বালা! পানাগড়কে টেক্কা দিল বাঁকুড়া, তীব্র তাপপ্রবাহে পুড়ল ব্যারাকপুরও

রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য কিছুটা কমেছে। তবে প্রথম স্থানের দাবিদার পানাগড় নয়, পশ্চিম বর্ধমানের এই শহরকে হারিয়ে দিয়েছে রাঢ়বঙ্গের আর এক শহর বাঁকুড়া।


রবিবারের তাপে দিনভর পুড়ল দক্ষিণবঙ্গ। সকাল থেকেই কাঠফাটা রোদ্দুর। ছুটির দিনে গৃহবন্দিই ছিলেন মানুষ। দুপুরে তাপ বাড়তেই অস্বস্তিও বাড়ল। নিতান্তই নিরুপায় হয়ে যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়লেন। পরে আবহাওয়া দফতরের তাপমাত্রার বুলেটিনে দেখা গেল রাজ্য জুড়ে ১৫টি তাপ মাপন কেন্দ্রে পারদ তাপপ্রবাহের সূচক ছাড়িয়েছে। শুধু তা-ই নয়, রবিবার রাজ্যে দু’টি জায়গার তাপমাত্রা স্বাভাবিকের সীমা থেকে ছাড়িয়ে গিয়েছে ৭ ডিগ্রিরও বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। তবে সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনে তাপমাত্রাও দেড় থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে গরমের অস্বস্তি বহাল থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। এখনই তা থেকে মুক্তির সম্ভাবনা নেই।

©BANGLE TIMES
  #Heat_Weaves