Nojoto: Largest Storytelling Platform

প্রচারে বেরিয়ে আবার ‘ক্ষোভের’ মুখে শতাব্দী, বীরভূম

প্রচারে বেরিয়ে আবার ‘ক্ষোভের’ মুখে শতাব্দী, বীরভূমের তৃণমূল প্রার্থীর দাবি, ওটা ‘আবদার’!

গ্রামবাসীরা জানাচ্ছেন, তাঁদের বক্তব্য অবশ্য শুনেছেন তৃণমূল প্রার্থী এবং বিদায়ী সাংসদ। কিন্তু সাংসদের এক নিরাপত্তারক্ষী তাঁদের হুমকি দেন বলে অভিযোগ করেছেন গ্রামের কয়েক জন।

গত কয়েক দিন ধরে যেখানেই প্রচারে যাচ্ছেন, প্রায় সব জায়গাতেই গ্রামবাসীদের অভিযোগ এবং দাবি শুনছেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তিন বারের সাংসদকে ঘিরে সোমবারও এক দল মানুষ পানীয় জল এবং রাস্তা নিয়ে অভিযোগ জানালেন। প্রচারে যেতে গিয়ে বেশ কিছু ক্ষণ বীরভূমের সাঁইথিয়া এলাকায় আটকে থাকেন শতাব্দী। আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেন কয়েক জন। তবে বীরভূমের তৃণমূল প্রার্থীর দাবি, কেউ বিক্ষোভ দেখাননি। তাঁকে বাড়ির মেয়ে এবং দিদি মনে করে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছেন মানুষ। এটা তাঁদের আবদার। অন্য দিকে, গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বিদায়ী সাংসদের এক নিরাপত্তারক্ষী তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

©BANGLE TIMES
  #Satabdi_Roy#TMC