Nojoto: Largest Storytelling Platform

৪২, ৪৫, ৫০... যেমন খুশি আলুর দাম! ঢোঁক গিলছেন ক্রে

৪২, ৪৫, ৫০... যেমন খুশি আলুর দাম! ঢোঁক গিলছেন ক্রেতারা, বুধের বৈঠকের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা

আলুর দাম জিজ্ঞাসা করেই কিছু ক্ষণ দাঁড়িয়ে ভাবতে হচ্ছে ক্রেতাদের। কয়েক দিন আগেই যে আলু ৩২ টাকা ছিল, সেটা এখন ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে! বিক্রেতারা জানাচ্ছেন, পাইকারি বাজারে আলু নেই।

আলু-পেঁয়াজের দোকানের সামনে গিয়ে থলে হাতে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে। কতটা পরিমাণ আলু কিনবেন, তাই নিয়ে মিনিট দুয়েক চিন্তাভাবনা, তার পর দাঁড়িপাল্লার দিকে বেছে নেওয়া আলু এগিয়ে দিচ্ছেন ক্রেতারা। আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করার পর থেকে রাজ্যের বাজারে বাজারে এই ছবিই দেখা যাচ্ছে। জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর কেজি এখন যথাক্রমে ৪২ এবং ৫০ টাকা। কোথাও কোথাও দু’-পাঁচ টাকা কম-বেশি। তবে ইতিমধ্যে বাজারগুলিতে ওই আলুর জোগানও কমে গিয়েছে। ফল, আকাশছোঁয়া আলুর দাম এবং জোগানে ঘাটতি। এই পরিস্থিতিতে খুচরো ব্যবসায়ীরা তাকিয়ে রয়েছেন বুধবারের বৈঠকের দিকে। আলু সাধ্যের মধ্যে আসবে কখন? অপেক্ষায় আমজনতা।

©BANGLE TIMES
  #Potato