Nojoto: Largest Storytelling Platform

মুক্তি এগোচ্ছে সময়, চলছে জাতি,মানুষ এখন যন্ত্র

মুক্তি

 এগোচ্ছে সময়, চলছে জাতি,মানুষ এখন যন্ত্র
তবুও কেন কঠোর আজ বেঁচে থাকার মন্ত্র?
দুঃখ সুখ অলসতা সবই আজ একঘেয়ে
নিয়মিত অভ্যাস টাই কোথায় গেলো হারিয়ে!

বিছানা ছেড়ে সকাল সকাল কাজের পথে পাড়ি
অতীত ওসব , বন্ধু এখন বারান্দা আর বাড়ি।
কি বা ধনী কি বা গরীব ঘরেতেই আজ বন্দী
রাজনীতির ও নেই যে জানা মুক্তি পাওয়ার ফন্দি।
মহামারীর একি প্রকোপ জাতি দিশেহারা 
আখের গোছাতে ব্যস্ত আজ সমাজ  স্তম্ভ যারা।
ভাঁড়ার যাদের পূর্ণ ; কাটছে তাদের বেশ
কিন্তু যারা দিনমজুর; তারা যে আজ শেষ!
ভেবেছ কি তাদের কথা , নিয়েছ কি খবর?
দিনমজুরের জীবনধারা ,জীবন্ত কবর।
সময় পেলে একটু ভেবো , করছো কি ঠিক?
কর্মফল অপেক্ষারত ,এটাই স্বাভাবিক।

রাজনীতি টা তুলে রাখো মাচায় কিংবা শিকেই
কালমেঘ কাটলে নাহয় পারবে নিজের হাতেই।
মানুষ এখন বাঁচুক তবে প্রাণভরে নিক শ্বাস
দুর্দিনের মেঘ কাটবে আবার এটুকুই বিশ্বাস।।

[কলমে ও চিন্তাধারায় -- সঞ্জিত দাসবৈরাগ্য
পরামর্শ ও শব্দচয়নে -- রমিত মুখার্জী] #current situation
মুক্তি

 এগোচ্ছে সময়, চলছে জাতি,মানুষ এখন যন্ত্র
তবুও কেন কঠোর আজ বেঁচে থাকার মন্ত্র?
দুঃখ সুখ অলসতা সবই আজ একঘেয়ে
নিয়মিত অভ্যাস টাই কোথায় গেলো হারিয়ে!

বিছানা ছেড়ে সকাল সকাল কাজের পথে পাড়ি
অতীত ওসব , বন্ধু এখন বারান্দা আর বাড়ি।
কি বা ধনী কি বা গরীব ঘরেতেই আজ বন্দী
রাজনীতির ও নেই যে জানা মুক্তি পাওয়ার ফন্দি।
মহামারীর একি প্রকোপ জাতি দিশেহারা 
আখের গোছাতে ব্যস্ত আজ সমাজ  স্তম্ভ যারা।
ভাঁড়ার যাদের পূর্ণ ; কাটছে তাদের বেশ
কিন্তু যারা দিনমজুর; তারা যে আজ শেষ!
ভেবেছ কি তাদের কথা , নিয়েছ কি খবর?
দিনমজুরের জীবনধারা ,জীবন্ত কবর।
সময় পেলে একটু ভেবো , করছো কি ঠিক?
কর্মফল অপেক্ষারত ,এটাই স্বাভাবিক।

রাজনীতি টা তুলে রাখো মাচায় কিংবা শিকেই
কালমেঘ কাটলে নাহয় পারবে নিজের হাতেই।
মানুষ এখন বাঁচুক তবে প্রাণভরে নিক শ্বাস
দুর্দিনের মেঘ কাটবে আবার এটুকুই বিশ্বাস।।

[কলমে ও চিন্তাধারায় -- সঞ্জিত দাসবৈরাগ্য
পরামর্শ ও শব্দচয়নে -- রমিত মুখার্জী] #current situation