Nojoto: Largest Storytelling Platform

আরও বিপাকে মহুয়া মৈত্র, এবার তৃণমূল প্রার্থীর বিরু

আরও বিপাকে মহুয়া মৈত্র, এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের ইডির


 বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে এবার আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। মহুয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই বিদেশি মুদ্রা আইন বা FEMA-র অধীনে মামলা চলছে।

টাকার বদলে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে। সিবিআইয়ের আনা সেই অভিযোগের ভিত্তিতেই এবার মামলা দায়ের করল ইডি। গত সপ্তাহেই টাকার বদলে প্রশ্ন মামলায় মহুয়াকে সমন পাঠায় ইডি। তিনি সেই সমনে সাড়া না দিয়ে ভোটপ্রচারে মগ্ন ছিলেন। এবার নয়া মামলা দায়ের করে মহুয়ার উপর চাপ আরও বাড়াল 

সংসদে টাকার বিনিময়ে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে খারিজ হয়েছে মহুয়ার সাংসদ পদ। এনিয়ে তদন্ত করছে ইডি। আর সেই মামলায় এর আগে মহুয়া মৈত্রকে দিল্লির দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বেশ কিছু নথিপত্র চেয়ে তাঁকে তলবও করা হয়েছে একাধিকবার। কিন্তু হাজিরা এড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।

©BANGLE TIMES
  #Mahua_Moitra